করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ছাড়াই ভূয়া প্রতিবেদন তৈরির অভিযোগে বেসরকারী রিজেন্ট হাসপাতালের ৮ জন কর্মচারী-কর্মকর্তাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে এ হাসপাতালের উত্তরা ও মিরপুরের পৃথক শাখা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষনিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।
র্যাব সূত্রে জানা যায়, রোগীদের কাছ থেকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে টেস্ট ছাড়াই কম্পিউটারে মনগড়া রিপোর্ট প্রস্তুত করে সরবরাহ করতো রিজেন্ট হাসপাতাল লিমিটেডের উত্তরা শাখা।
এদিকে সোমবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালটির উত্তরা শাখার ল্যাবে গিয়ে অনিয়মের এমন চিত্র দেখতে পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন এলিট ফোর্স র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানে দেখা যায়, করোনা টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দিতো রিজেন্টের উত্তরা শাখা। এ সময় ভুয়া করোনা রিপোর্টের অসংখ্য নথি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়সহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গনমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে দেখেছি তারা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করেছে। সংগৃহীত অসংখ্য নমুনার মধ্যে তারা মাত্র ৪২ টি নমুনা পরীক্ষা করেছে। এর বাইরে অনেক নমুনা পরীক্ষা না করেই করোনা ‘নেগেটিভ-পজিটিভ’ রিপোর্ট দিয়েছে। প্রাথমিকভাবে ২৬ জনের নমুনা পেয়েছি, যেগুলো পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি। (বাসস)