ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ (শুক্রবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
গত ২৩শে জুন তিনি করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ২৫ জুন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে নেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি