নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দেয়ালে লিখন দেখতে পাওয়া যায় তোমরা ‘মরার জন্য অপেক্ষা কর’। বৃহস্পতিবার উপজেলার চরসুবুদ্দির বাজারে দিবাগত মধ্য রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ।
স্থানীয়রা জানান, রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দিয়ে যায়। পরে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘সারাদেশের কোথাও ১৫ আগস্ট পালিত হয়নি, কিন্তু চরসুবুদ্ধিতে পালিত হয়। হাসিনার দোসররা আগেই আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে দেখে নেবে, তারই অংশ হিসেবে তারা বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে। এ সময় তারা হুমকি দিয়ে দেয়াল লিখন লিখেছে। কারা এমনটা করেছে শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’