নিজের ক্যারিয়ারে নতুন গতি আনতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। আল হিলাল ছেড়ে স্বদেশে ফেরার পর নেইমার এবং সান্তোস সমর্থকদের মধ্যে এক আবেগঘন পুনর্মিলনী হয়েছে। তবে কাতালান রেডিও কাদেনা সের-এর দাবি, নেইমারের এই ফেরা মূলত বার্সেলোনায় ফেরার প্রস্তুতির অংশ।
বার্সেলোনায় কাটানো সময়টাকে নিজের ক্যারিয়ারের সেরা সময় বলে মনে করেন নেইমার। পিএসজিতে থাকাকালীন সময় ভালো পারফরম্যান্স দেখালেও একের পর এক চোটের কারণে তার ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়েছে। আল হিলালে যোগ দিয়ে দেড় বছরে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন তিনি।
কাদেনা সের-এর মতে, সান্তোসে ফিরে নেইমার নিজের সেরা ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবার ও বন্ধুদের কাছাকাছি থেকে নিজেকে পুনরায় গড়ে তোলার পাশাপাশি ইউরোপীয় ক্লাবগুলোর নজর কাড়ার লক্ষ্যে কাজ করছেন। তার মূল লক্ষ্য আবারও বার্সেলোনায় ফেরা।
চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা নেইমার এখন সান্তোসে নিজের ফিটনেস পুনরুদ্ধারে মনোযোগী হয়েছেন। ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ধীরে ধীরে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন, যদিও এখনো গোলের দেখা পাননি।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। কাতালান ক্লাবের হয়ে চার মৌসুমে ১৮৬ ম্যাচ খেলে ১০৫ গোল এবং ৭৬টি অ্যাসিস্ট করেন তিনি। নেইমারের বার্সেলোনায় ফেরার স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে, তা সময়ই বলে দেবে। তবে এখন তার প্রধান লক্ষ্য নিজেকে ফিট রাখা এবং ইউরোপীয় ক্লাবগুলোর নজর কাড়া।