সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে ৪০ কার্যদিবসে ৫৪ হাজার ৬শ’ ৭৭ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
আজ (রোববার) সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।
তিনি জানান, গত ১১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৪০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ১লক্ষ ৭ হাজার ৩৭ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৫৪ হাজার ৬’শ ৭৭ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে (শিশু আদালত সহ)।
এর মধ্যে ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১,৫১৪ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৪,৯১৫ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে।
৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬,৫৮৮ টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিস্পত্তি হয় এবং মোট ২৩,৩৯৬ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে বলে জানান সাইফর রহমান। (সুত্র: বাসস)