প্রয়াত সাংবাদিক এহতেশাম হায়দার চৌধুরীর সহধর্মিণী সুফিয়া হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া হায়দার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মেয়ের জামাই ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার শাশুড়ি। অসুস্থ হয়ে পড়ায় একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি হয়েছিল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি