ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে শেরপুর-জামালপুর মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় শেরপুর থেকে উত্তর বঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন জানান, শেরপুর-জামালপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে দুটি কজওয়ের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ার কারণে। তবে বিকল্প রাস্তা দিয়ে জামালপুর ও উত্তর বঙ্গে গাড়ী চলাচল করছে।
তিনি বলেন, ইতিমধ্যে নিন্মাঞ্চলেওে ৪টি ইউনিয়নের ফসলি জমি তলিয়ে গেছে। ইউনিয়ন গুলো হচ্ছে চরপক্ষিমারী, চরমোচারিয়া, কামারেরচর ও বলাইরচর।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের জামালপুর ঘাট পয়েন্টে বিপদ সীমা ৪ সেন্টিমিটারের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নদসংলগ্ন সদর উপজেলার চর পক্ষীমারী, চর মোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়। সেই সঙ্গে ভোগাই নদীর ঢলের পানি নিম্নঞ্চলে নেমে আসায় উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৩ টি গ্রাম প্লাবিত হয়। ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।