ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৭ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ ও ফরিদপুর থেকে মাগুরাগামী ‘রিক এন্টারপ্রাইজ’ নামে একটি লোকাল বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং উভয় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাস দুটি উদ্ধার প্রক্রিয়াধীন।