সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ, মাদক দ্রব্য পাচার এলাকা ও স্পর্শকাতর এলাকায় বিজিবি-বিএসএফ টহল বাড়ানোসহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মেহেরপুরের কাজিপুর সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিজিবি কাজিপুর বিওপিতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এর নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার রাশিদুল আলম। অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নেতৃত্বে ছিলেন বহরামপুর সেক্টর ডিআইজি কুনাল মজুমদার।
উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফ’র সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। ফলপ্রসূ পতাকার বৈঠকের আগে কাজিপুর সীমান্ত এলাকায় ফুল দিয়ে বিএসএফ প্রতিনিধি দলকে স্বাগত জানান বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডারসহ কর্মকর্তাবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি