ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অনেকে পার্ককে নিজেদের সম্পত্তি মনে করেন। এটি সিটি করপোরেশনের সম্পত্তি সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। যারা পার্কগুলো দখল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজ গুলশান-২ এর ৮৩ নম্বর রোডে স্থাপিত, ‘বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত নাহিদ ইজহার খানসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি