স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন সংসদের বৈঠক শুরুর কথা রয়েছে। দশম সংসদের সর্বশেষ এই অধিবেশন কত দিন চলবে তা অধিবেশন শুরুর আগে অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুর দিনে সভাপতিম-লীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর, ৭১ বিধির নোটিশ নিষ্পত্তি, কমিটির রিপোর্ট উত্থাপন ও আইনপ্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সংসদের অধিবেশন শুরুর দিনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন ৬টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে। যে বিলগুলো উত্থাপিত হবে, সেগুলো হলো, বাংলাদেশ স্টান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিল, বাংলাদেশ শিশু অ্যাকাডেমি বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, মৎস্য সঙ্গনিরোধ বিল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল ও সরকারি চাকরি বিল। আর পাস হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি