স্থানীয় সরকার আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় অংশ নেন।
এ সময় সচিবালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রহিতকরণ আইন-২০২০ ও ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০ এর খসড়ার অনুমোদন দেয়া হয়।
এছাড়া, বৈঠকে প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি