সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারত। ফলে সোমবার দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পিঁয়াজ আসেনি। পিঁয়াজ আমদানি বন্ধের খবরে বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ইলিশের চালান ঢোকার পর পরই হঠাৎ করে বিকাল থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল কাস্টমস। এতে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে প্রায় শতাধিক পিয়াজ বোঝায় ট্রাক আটকা পড়ে। ফলে পচনশীল পণ্য নিয়ে বেকায়দায় পড়েছেন আমদানিকারকেরা।
আমদানি বন্ধের খবরে রাজধানীসহ দেশের বাজারগুলোয় ক্রেতারা পিঁয়াজ কিনতে ভিড় জমায় আর খুচরা বিক্রেতারা ছোটেন পাইকারি বাজারে। এই হুলুস্থুল পরিস্থিতিতে বিক্রেতারা পিঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন।
পাইকারি বাজারগুলোয় ভারতীয় পিঁয়াজ কেজি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হলেও বিকেলে আমদানি বন্ধের খবরে কেজিপ্রতি বাড়িয়ে দেওয়া হয় ৫ থেকে ১০ টাকা। আমদানি করা পিঁয়াজের পাশাপাশি বেড়েছে দেশি পিঁয়াজের দামও। খুচরা বাজারে ভারতীয় পিঁয়াজ সোমবার বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে আর সন্ধ্যায় কোনো কোনো বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন বিক্রেতারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি