রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ইমরান নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, ছিনতাইকারী ইমরানের দেয়া তথ্যে গোপালগঞ্জ ও বাগেরহাটে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরেই মোটরবাইক রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ে যাত্রী হিসেবে উঠেন। গন্তব্যে যাওয়ার পর ভাড়া না দিয়ে উল্টো ভয়ভীতি দেখাতো। একপর্যায়ে মোটরসাইকেল ছিনতাই করে চলে যেত।
তিনি আরো জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ছুরি উদ্ধার করা হয়।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি