অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কক্সবাজার পৌর মেয়র মুজিবুল ও তার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২০ লাখ ১২ হাজার টাকা জব্দ করেছে দুদক।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সোস্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা থেকে দুর্নীতি দমন কমিশনের একটি দল এসব টাকা জব্দ করে।
চট্টগ্রাম দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, কক্সবাজারে বাস্তবায়নাধীন সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণকে ঘিরে ঘুষ লেনদেনের মাধ্যমে সংঘবদ্ধ একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানসহ অনেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে।
পরে সংশ্লিষ্টতা পাওয়ায় সোস্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখায় পৌর মেয়র মুজিবুর রহমানের হিসাব থেকে ১৮ লাখ ৭৮ হাজার ৬০১ টাকা এবং তার ছেলে হাসান মেহেদী রহমানের হিসাব থেকে ১ লাখ ৩৪ হাজার ৭৪ টাকা জব্দ করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি