ঢাকা ৫ ও ১৮ আসনে উপনির্বাচনে ভোটের দিন থাকছে না সাধারণ ছুটি। ওই দিন ভোট দিয়েই সবাই যার যার কর্মস্থলে যাবেন।
নির্বাচনের দুইদিন আগে ও ভোটের পরদিনসহ মোট চারদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের দিন মাইক্রোবাস ও মটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গণপরিবহনসহ সাধারণ যান চালু থাকবে। তবে নির্বাচনে বিজিবি মোতায়েন করা হবে।
ঢাকা ৫ ও ১৮ আসনের উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে আইনশৃংখলা বিষয়ক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি