সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা বাড়াল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভর্তি সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যেসব শিক্ষার্থী বয়স জটিলতার কারণে আবেদন করতে পারেনি তাদের জন্যই মূলত ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে এই আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি।
এর আগে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয় যে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে।