আসন্ন হাকিমপুর পৌর নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি ও শনিবার পৌর নির্বাচনের সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার হাকিমপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন পৌর এলাকা সাধারণ ছুটি আওতায় থাকবে, তাই দুই দেশের মাঝে এই পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আগামী ৩১ জানুয়ারি রোববার থেকে আবারো আমদানি-রফতানি শুরু হবে।