শনিবার সন্ধায় রাজধানীর উত্তরাক্লাবে রোটারী ক্লাব অব উত্তরা আয়োজন করে ‘উত্তরা রোটারী ভোকেশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড এন্ড রিকোগনিশন নাইট-২০১৯’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গরীব-অসহায় মানুষের সাহায্যে রোটারী ক্লাবের মতো সমাজের অন্যান্য বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, রোটারী ক্লাবের ডিষ্ট্রিক্ট গভর্নর এএফএম আলামগীর, রোটারী ক্লাব অব উত্তরা প্রেসিডেন্ট ক্যাপ্টেন (অবঃ) মাহবুবুল মতিন, বিজয় টিভির উপদেষ্টা সুফি ফারুক, নির্বাহী পরিচালক নায়লা বারী সহ আরো অনেকে। অনুষ্ঠানে ভোকেশনাল এক্সিলেন্স পেয়েছেন প্রফেসর ডাঃ প্রান গোপাল দত্ত, প্রফেসর আইনুন নিশাত, প্রফেসর ডঃ নাশিদ কামাল সহ আরো অন্যান্য রোটারীয়ানবৃন্দ।
এসময় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ১শ’ চৌদ্দ বছর ধরে মানবসেবার জন্য কাজ করে আসছে রোটারী ইন্টারন্যাশনাল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি