করোনার সংক্রমণ মোকাবিলায় আজ সোমবার থেকে সারাদেশে শুরু হলো এক সপ্তাহের লকডাউন। করোনার বিরুপ পরিস্থিতির কারণে প্রায় এক বছর পর আবার স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণে একগুচ্ছ বিধিনিষেধ দিতে হলো সরকারকে।
এর আগে রোববার (৪ এপ্রিল) আগামী ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, এ সময় সব ধরণের গণপরিবহন এবং শপিংমল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, ব্যবস্থা, জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। সন্ধ্যা ৬ টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। হোটেল রেস্তোরায় বসে খাবার খাওয়া যাবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সীমিত পরিসরে কাঁচাবাজার খোলা থাকবে। ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চলবে।