ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাককে কুপিয়ে শরীর থেকে এক পা বিছিন্ন করার ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
শুক্রবার দুপুরে র্যাব-১৪ এল অধিনায়ক লে.কর্ণেল আবু নাঈম মো.তালাত বলেন, ভালুকার কাঁঠালী এলাকায় আর্টি কম্পোজিট লিমিটেডের পরিচালক আব্দুর রাজ্জাক (৬৬) কে জমি-সংক্রান্ত বিরোধে স্থানীয় জসিম উদ্দিন পাঠানের নেতৃত্বে ১৪ জুলাই বাগবিতন্ডার এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে গোড়ালির উপর পর্যন্ত ডান পা বিচ্ছিন্ন করা হয়। বাম পা কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়। এঘটনার পর থেকেই র্যাব তৎপর হয় আসামীদের ধরার জন্য।
বৃহস্পতিবার র্যাবের একটি দল গফরগাঁও উপজেলার কান্দিপাড়া, ভালুকার পারুল দিয়া এবং কাঁঠালী এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগি রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০) কে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন ধরে আব্দুর রাজ্জাকের সাথে জমি নিয়ে তাদের বিরোধ চলছিল। পরিকল্পিত ভাবে তারা ওইদিন শরীর থেকে আব্দুর রাজ্জাকের পা বিছিন্ন করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে মূল ঘটনাসহ আরও বিস্তারীত জানা যাবে।
ঘটনার দিন পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় বৃহস্পতিবার আব্দুর রাজ্জাকের ছেলে তৌফিকুর রজ্জাক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাত আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করে।