কুষ্টিয়ার জুগিয়া ভাটাপাড়া গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গড়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম জানান, জুগিয়া ভাটাপাড়া এলাকায় গড়াই নদীর পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষের (৪০) লাশ পাওয়া গেছে। তবে লাশের পরিচয় জানা যায়নি ও লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে বলে তিনি জানান। তিনি আরও বলেন ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। কেউ অজ্ঞাত ব্যক্তি লাশের পরিচয় পেলে কুষ্টিয়া মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।