ঝালকাঠিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে নির্যাতিত শিশুর পরিবার ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্থানীয় রাব্বি হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা করেন শিশুটির মা। তিনি জানান, শনিবার বিকেলে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ির পাশে উঠানে খেলা করার সময় বখাটে রাব্বি ওই শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যায়।
লোকজন না থাকায় ঘরের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা আসলে রাব্বি পালিয়ে যায়। ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ ঘটনায় অভিযোগের পরপরই ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি