গাজীপুরের শ্রীপুরের শৈলাট গ্রামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর সাথে জোর করে প্রতিবন্ধী এক ছেলের বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেন, তার মেয়েকে জোর করে স্থানীয় একটি মহলের সহযোগিতায় বাড়ি থেকে ধরে নিয়ে প্রতিবেশী আলাল উদ্দিন তার প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দিয়েছেন।
অন্যদিকে, জোর করে নয় বরং প্রেমের টানে বাড়ি থেকে মেয়েটি বের হয়ে এসেছে বলে দাবি করেছে অভিযুক্ত পরিবার। এদিকে, থানায় অভিযোগ দেয়ার পর ঘটনাস্থলে পুলিশ আসলেও এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি।