গার্মেন্টস ও শিল্প কলকারখানা খোলা থাকায় আজও ফেরিঘাট দিয়ে রাজধানী ছুটছেন কর্মজীবি মানুষ। ভোরের আলো ফোটার সাথে সাথে মাদারীপুরের বাংলাবাজার-ঘাটে ভীড় করেন যাত্রীরা। একই সাথে ব্যক্তিগত ছোট যানবাহান ও পণ্যবাহীট্রাকের সংখ্যাও বাড়তে থাকে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুন বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসছেন দক্ষিন ও দক্ষিন পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। পরে ফেরিতে পারাপার হচ্ছেন তারা। এদিকে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। করোনা মহামারিতে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি) মো. সালাউদ্দিন জানান, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করলেও এখন চলছে ১০টি ফেরি। যা দিয়ে যাত্রী ও যানবহান পারাপার করা হচ্ছে।
এদিকে সকাল থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল করতে দেখা গেছে। সেখানেও অধিকাংশ যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি।