নিউজ ডেস্ক / বিজয় টিভি
স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা ও জাতীয় পুষ্টি সপ্তাহ।
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সেবা ও পুষ্টি সপ্তাহের উদ্ধোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা এতে সভাপতিত্ব করেন। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯’ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠান শেষে চিকিৎসাধীন রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে.এম হুমায়ুন কবির।
নিউজ ডেস্ক / বিজয় টিভি