জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
রোববার দুপুরে চট্টগ্রাম নগরী জিইসি মোড়স্থ চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া-মাহফিলে অংশ নেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ অনেকে।
মাহফিল শেষে নেতৃবৃন্দরা পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন। এদিকে, নগরীর চশমা হিলস্থ নিজ বাসভবন প্রাঙ্গণে, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।