গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, এদের মধ্যে তিন জন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া তিন জনের সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা। এছাড়া এই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ময়মনসিংহের চার জন ও নেত্রকোনার একজন রয়েছেন।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৪ জন। এর মধ্যে ১৭ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় একদিনে ৩৬২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১১.৬০ শতাংশ।