কুষ্টিয়ার কুমারখালীতে আশাদুল ইসলাম নামে এক যুবক পিতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী আশাদুল ইসলাম (২২) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্ৰামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আশাদুল মিষ্টির দোকানে কাজ করতো। করোনার কারণে ছয় মাস যাবতকাল বেকার হয়ে থাকায় আশাদুল গরুর খামার করবার জন্য টাকা চাই তার বাবার কাছে, তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ শনিবার দুপুর ১২ টার দিকে নিজ ঘরে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করে আশাদুল।
পরিবারের লোকজন বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আশাদুল কে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পারিবারিক কারণে আত্মহত্যা করতে পারে। এই বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।