গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। এ সময় এক রোগির মৃত্যু হয়।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এ সব তথ্য পাওয়া যায়।
রিপোর্টে দেখা যায়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটিআইডি ও সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর নয় ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৪৮ বাহকের মধ্যে শহরের ২৮ জন এবং আট উপজেলার ২০ জন। জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ৪৩৬ জনে দাঁড়ালো। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৪৮৫ ও গ্রামের ২৭ হাজার ৯৫১ জন।
গতকাল করোনায় গ্রামের এক রোগির মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২৮৪ জনে। এর মধ্যে শহরের ৭০৮ ও গ্রামের ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৫ জন। জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৩৪৭ জনে। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে গতকাল যুক্ত হন ১২০ জন এবং ছাড়পত্র নেন ৪৮ জন। বর্তমানে ১ হাজার ৪৬৫ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।