বান্দরবানে যাত্রীবাহী চাঁদের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাঙামাটির রাজস্থলীর গাইদ্যা ইউনিয়নের য়চিং খই বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন-পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেএসএস নেতা কেএসমং মার্মা, রাজস্থলীর কিনাধন তংচঙ্গ্যার ছেলে গর্জন ত্রিপুরা ও রাঙামাটি চন্দ্রঘোনার মংনুচিং মারমা।
য়চিং খই বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর এলাকার কয়েকজন মিলে বান্দরবানের রুমাতে বেড়াতে যাই। পরের দিন (১৮ সেপ্টেম্বর) আমরা বান্দরবান থেকে রাঙামাটির রাজস্থলীর নিজ বাড়িতে ফেরার পথে বান্দরবানের কুহালংয়ের গলাচিপা এলাকায় হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাদের গুলিতে আমাদের গাড়ির চাকা ফেটে যায় এবং এতে ছয়জন গুলিবিদ্ধ হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, যাত্রীবাহী চাঁদের গাড়িতে গুলির ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।