নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঝিনাইদহে স্বামী–শ্বাশুড়ীর বিরুদ্ধে গৃহবধুকে হত্যার প্রতিবাদ ও থানায় মামলা না নেয়ায় লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে মহাসড়কে লাশ রেখে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে তারা। নিহতের স্বজনেরা অভিযোগ করেন, প্রায় ১ বছর আগে গোয়ালখালি গ্রামের সোনিয়া খাতুনের বিয়ে হয় একই গ্রামের সজিব হোসেনের সাথে।
রোববার সকালে সোনিয়াকে নির্যাতন করে হত্যার পর গলায় ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে পলিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ অপমৃত্যু মামলা রেকর্ড করে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী। পরে থানায় মামলা ও দোষিদের গ্রেফতারে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি