নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা প্রশাসন।
বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সম্পন্ন হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় পূর্বর্বর্তী ও পরবর্তী উদ্ধার অভিযানের জন্য প্রস্তুত রয়েছে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী কর্মী। এদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়ণ কেন্দ্র অন্তত ২ লাখ মানুষ আশ্রয় নিতে সক্ষম হবে। এছাড়াও ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে ২২৬ বান্ডেল ঢেউটিন, ৪২৩ মেট্রিক টন খাদ্য শষ্য ও নগদ ১৩ লাখ ৯৬ হাজার টাকা রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি