বকেয়া বেতনের দাবিতে খুলনার ৯ রাষ্ট্রায়ত্ব পাটকলে উৎপাদন বন্ধ রেখেছে শ্রমিকরা।
দুপুর থেকে ষ্টার ও রাত থেকে প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, আলীম, ইর্ষ্টান, কার্পেটিং ও জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ রয়েছে। বিজেএমসির চুক্তি অনুযায়ী ২৫ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ব ২৬টি পাটকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ না দিয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করে। আগামীকাল মঙ্গলবার ৪ থেকে রাত ৭ পর্যন্ত ৩ ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ কমসূচী ঘোষণা করে শ্রমিক নেতারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি