নিউজ ডেস্ক / বিজয় টিভি
কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
রবিবার দুপুরে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তিনি। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বাস চালকসহ তিনজন শাহিনুরকে ধর্ষণের পর হত্যা করে। এরমধ্যে বাসচালক নূরুজ্জামান ও হেলপার লালন মিয়াকে পুলিশ গ্রেফতার করলেও অপর আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। বাসচালক নূরুজ্জামান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি