নিউজ ডেস্ক / বিজয় টিভি
জামালপুরের সরিষাবাড়ীর ১৩টি গ্রামে পালিত হয়েছে ঈদুল ফিতর।
সকালে ঈদ জামাতে অংশ নেয় পৌরসভার দক্ষিণ বলারদিয়ার মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ১৪টি গ্রামের প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর । সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দেড় থেকে দুই’শ মুসল্লী অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি