ভারতের দেয়া ৩ মাসের রফতানি নিষেধাজ্ঞার খবরে গত একদিনের ব্যবধানে যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের দাম বেড়েছে তিনগুন। ৮০ টাকার পেঁয়াজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায়।
ভারতের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
তবে, নিষেধাজ্ঞা আরোপের আগে এলসি করা পেঁয়াজ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করে সংশ্লিষ্ট দফতর জানিয়েছে, আগের এলসির পেঁয়াজ ৫ জানুয়ারি পর্যন্ত আনা যাবে।
এদিকে, দেশের বাজারে মনিটরিং শুরু না হওয়ায় ব্যবসায়িরা খেয়াল খুশিমত দাম নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।