লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক দিদার হোসেন বাবলুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
সকালে বসুরহাট বাজার প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিনসহ অন্যরা। এ সময় বক্তারা এ হামলার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি