নরসিংদীতে ফুলন রানী বর্মণ নামে এক কলেজ ছাত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নরসিংদী শহরের বীরপুর মহল্লার বর্মণপাড়ায় নিজ বাড়ির পাশে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এসময় প্রকৃত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচার দাবি করেন এলাকাবাসী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি