কিশোরগঞ্জের হোসেনপুরে এরশাদুল হক চয়ন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার সকালে বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। ২০০৫ সালের ২ ডিসেম্বর পূর্ব কলহের জের ধরে চয়নকে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এ ঘটনায় চয়নের বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া, প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি