আগামী ২২ জুন অনুষ্ঠেয় ‘ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ আয়োজন করা হয়। ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহদাৎ হাজরাসহ অন্যরা। কর্মশালায় জানানো হয়, জেলায় প্রায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি