দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগের দাবীতে আন্দোলন চলছে।
রবিবার সকাল ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে “বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটি সমাবেশ করে। এসময় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান আগামী ১ জুলাই এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেন। অন্যথায় মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে বলে ঘোষণা দেন তিনি। শ্রমিকরা জানায়, এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৫৪ জন শ্রমিক নিয়োগের অনুমতি প্রদান করলেও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগে গরিমশি করছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি