চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩ জন।
স্থানীয়রা জানায়, রোববার রাতে সীমান্তের ২৭/৬ এস পিলার দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল ভারতের বাহুড়া সীমান্তে প্রবেশ করে। রাত আনুমানিক পৌনে দুটার দিকে তারা দুই শতাধিক গরু মহিষ নিয়ে সীমান্ত অতিক্রমকালে বিএসএফ সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে ভারতীয় সীমান্তের ২৫০ গজ অভ্যন্তরে ৫ রাখাল গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যায় সেলিম হোসেন ও আবু বাক্কার। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, কয়েকজন ব্যবসায়ী হতাহতের খবর পেয়েছেন তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি