টঙ্গীতে ট্রাক-লেগুনার সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।
পুলিশ জানায়, সকালে ‘কালীগঞ্জ’গামী যাত্রীবাহী লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ‘টঙ্গীর শিলমুন’ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় লেগুনায় থাকা ১১ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যায়। অন্যদের শহীদ ‘আহসান উল্লাহ মাস্টার’ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
https://youtu.be/s36NcowGwEk
নিউজ ডেস্ক / বিজয় টিভি