‘সুনামগঞ্জের দিরাই উপজেলায় ব্যবসায়ী ‘জীবন দাসে’র খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে ‘বোয়ালিয়া’ বাজারে এ মানববন্ধন হয়। বোয়ালিয়া বাজার কমিটির সভাপতি মো. মিলন মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কুলজ্ঞ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারসহ অন্যরা। গত ২৪ মে জীবনকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রায় ৯ দিন পর গত ২ জুন তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার একমাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি