নিউজ ডেস্ক / বিজয় টিভি
কুমিল্লায় বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার বিবির বাজার সীমান্তে এ ঘটনা ঘটে। এ সময় ৪ হাজার ৩৮৫ পিস ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত প্রশান্ত কুমার দাস নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে। ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, সদর উপজেলার বিবির বাজার এলাকায় অভিযানকালে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবেও পাল্টা গুলি চালালে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি