মাদ্রাসা ছাত্রী ‘নুসরাত জাহান রাফি’ হত্যা মামলার বাদীকে জেরা করেছে আসামী পক্ষের ৭ জন আইনজীবী।
এদিকে অন্য ২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সময় সল্পতার কারণে আদালত আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়। এসময় বিবাদী পক্ষের আইনজীবীরা মামলার সকল আসামীদের জামিন আবেদন করলে জেষ্ঠ্য বিচারক মানুনুর রশিদ তা নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এর আগে গত ২০ জুন পিবিআইয়ের দেয়া চার্জশীট আদালত গ্রহণ করে ১৬ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করে। ২৭ জুন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি