গাজীপুরের কালিয়াকৈরে ‘বন্দুকযুদ্ধে’ লিয়ন নামে একজন নিহত হয়েছে । পুলিশের দাবি নিহত ‘লিয়ন’ একজন শীর্ষ সন্ত্রাসী।
সোমবার দিবাগত রাতে উপজেলার ‘সিনাবহ’ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। তার দেয়া তথ্য অনুযায়ী কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় লিয়নের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে আহত হয় সে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি সহ ১৭টি মামলা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি