নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১২টার দিকে পরিবার ও পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে নারী ও কিশোরসহ ৪ জন এবং রাতে ঢাকায় আরও ২ জন মারা যান।
নিহতরা হলেন সায়দাবাদ গ্রামের ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫), আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০) এবং একই এলাকার আসাবউদ্দিনের ছেলে সিদ্দিক (২৮)। এর মধ্যে বাদল মিয়া ও সিদ্দিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা সবাই ওই এলাকার সাহেব বাড়ির অর্থাৎ সাবমিয়া গ্রুপের লোক।
স্থানীয়রা জানান, শ্রীনগরের সায়দাবাদ বাজার দখলকে কেন্দ্র করে গত ২ মাস ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ এবং সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বুধবার দিবাগত রাতে সেটি টেঁটাযুদ্ধে রূপ নেয়। বৃহস্পতিবার ভোরে ৪ জন নিহত হন। এরপর দুপুরের পর আবারও সংঘর্ষ হলে গুরুতর আহত অবস্থায় বাদল মিয়া এবং সিদ্দিক নামে ২ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। নেওয়ার পথে মারা যান সিদ্দিক এবং মেডিক্যালে নেওয়ার পর রাতে মারা যান বাদল মিয়া। দিনব্যাপী এই ঘটনায় টেঁটা,গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে কমপক্ষে ৫০ জন আহত হন।
আড়ও পড়ুন: বন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা করেনি নিহতদের পরিবার। মোট ৫টি মরদেহ মর্গে আছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে হামিদ মিয়া অভিযোগ করে বলেন, ‘একটা মরদেহ ঢাকায়, বাকিসব নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। আমিসহ সকল স্বজনরা মর্গে আছি। এখানে পুলিশ নেই, চিকিৎসকও আসেনি এখন পর্যন্ত। ময়নাতদন্তের কোনও অগ্রগতি দেখছি না। পুলিশ কোনও প্রকার সহায়তা করছে না। মর্গে কোনও পুলিশ নেই। এমনকি ঘটনাস্থলে ও এখন পর্যন্ত কোনও পুলিশ যায়নি। সকলেই আমরা আতঙ্কে আছি।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশের কাছে মরদেহের ময়নাতদন্তের অগ্রগতি এবং পুলিশের অসহযোগিতার বিষয়ে মোবাইল ফোনে বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সেকেন্ডে অফিসার মো. হালিম মোবাইল ফোনে বলেন, ‘এখন পর্যন্ত কোনও মামলা হয়নি। নরসিংদী সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।’ পুলিশ অসহযোগিতা করেছে এমন প্রশ্নের জবাবে বলেন , ‘গতকাল বৃহস্পতিবার আমরা ঘটনাস্থলে গিয়েছি।’