নরসিংদীর রায়পুরায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার নিহত মরিয়মের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় স্বামী রাসেলকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, পরকীয়ার জেরে গত সোমবার গভীর রাতে রাসেল তার স্ত্রী মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহটি বাড়ির পাশের নদীতে প্রায় ৬ ফুট পানির নীচে ঘাসের সাথে বেধে রাখে। পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থল থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি